বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সেনবাগে কর্তব্যরত ৩ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়।
গ্রেফতারকৃত মর্জিনা আক্তার (৫৫) উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়ির মিজানুর রহমানের স্ত্রী।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়িতে পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনবাগ থানার এএসআই মো.নুরুজ্জামান বাদী অভিযুক্ত ৭জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়।
আহতরা হলো, সেনবাগ থানার উপ-পরিদর্শক মো.নুরুজ্জামান,কনস্টেবল শরীফ খান, কনস্টেবল মোজাম্মেল হোসেন।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে উপজেলার বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়ির শাহাজান সাজু ও আকলিমা আক্তারদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আকলিমা আক্তার বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আকলিমার প্রতিপক্ষ শাহজান সাজু গংদের সাথে পুলিশের বাকবিতন্ডা বেধে যায়। এক পর্যায়ে শাহাজান সাজুর পরিবারের সদস্যরা উত্তোজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। পরে পুলিশ অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করে। বর্তমানে অভিযুক্ত অপর আসামিরা গা ঢাকা দিয়েছে।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত এক নারীতে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ওসি আব্দুল বাতেন মৃধা জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিকে পুলিশ অ্যাসল্ট মামলায় বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।