Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানদের সমর্থিত সরকারকেই মেনে নেবে পাকিস্তান : স্বরাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে দেশটির নতুনভাবে গড়ে ওঠা ‘সভ্য গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই তালেবান গোষ্ঠী অস্ত্রের বদলে শান্তি আলোচনাকেই বেছে নেবে বলে বিশ্বাস করেন তিনি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, রোববার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে এক নির্বাচন ক্যাম্পে সাংবাদিকদের সাথে আলোচনায় এ কথা বলেন তিনি। শেখ রাশিদ আহমেদ বলেন, আফগান জনগণের সমর্থন রয়েছে, এমন যে কোনো সরকারকেই মেনে নেবে ইসলামাবাদ। তালেবানের সাথে সংলাপে সবার স্বার্থ জড়িত। আমরা প্রতিবেশী দেশ আফগানিস্তানে সব ধরনের শান্তি প্রক্রিয়াকে সমর্থন করব। তিনি সাংবাদিকদের আরও বলেন, তালেবানের সাথে আফগানিস্তান প্রেসিডেন্ট আশরাফ গনি, আফগান নেতা আবদুল্লাহ আবদুল্লাহ, হামিদ কারজাই, মোল্লা বারদার, উস্তাদ আতা মুহাম্মাদ নুরসহ আফগানিস্তানের নেতৃস্থানীয়দের আলোচনায় বসা উচিত। শেখ রাশিদ পরিষ্কার করে বলে, এই অঞ্চলে শান্তি দেখতে চায় পাকিস্তান। তিনি আরও বলেন, আফগানিস্তানে শান্তি না আসা পর্যন্ত ইরানের চীনের ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শেষ হওয়ার আগেই আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা দখলের দাবি করেছে তালেবান। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ