গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ডিএমপির গুলশান বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের ডিসি ছিলেন। গতকাল সোমবার আসাদুজ্জামানের গুলশানে বদলির আদেশে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষর করেছেন।
ডিএমপি জানায়, সম্প্রতি গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তীকে বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তার পদে আসাদুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, সুদীপ কুমার বগুড়ার এসপি হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই আসাদুজ্জামানকে গুলশানে বদলির আদেশটি কার্যকর হবে।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।