Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই সিরিয়ায় বাড়ল ৫০ শতাংশ বেতন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৩:২৭ পিএম

সিরিয়ায় সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের জন্য বেতন বৃদ্ধি করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির সরকারি কর্মকর্তাদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (১১ জুলাই) চলমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই এক ডিক্রি জারির মাধ্যমে এ আদেশ দেন তিনি।

বহুদিন ধরে গৃহযুদ্ধের ফলে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সিরিয়া। দেশটিতে রুটির দাম দ্বিগুণ বৃদ্ধির একদিন পরেই এমন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট আসাদ। চলমান অর্থনৈতিক সঙ্কট সমাধানে বহুবার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতেও সমাধানের পথ খুঁজে পাননি তিনি।
জানা গেছে, সিরিয়ার প্রধান খাদ্য রুটির দাম বাড়ার পাশাপাশি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেলের দাম বেড়েছে ১৮০ শতাংশ। এক দশক ধরে নিম্নমুখী অবস্থায় রয়েছে অর্থনীতি। কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটিতে বহুদিন ধরে চলা গৃহযুদ্ধ, পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ব্যাপক লুটপাট ও দুর্নীতি। এছাড়া সিরিয়ার পার্শ্ববর্তী দেশ লেবাননে অর্থনৈতিক সংকটের প্রভাবও পড়েছে দেশটির ওপর। সবশেষ সিরিয়ায় সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধি হয়েছে ২০১৯ সালে।
জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, সিরিয়ার প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। খাদ্য সংকটের মধ্যে রয়েছে ৬০ শতাংশের বেশি মানুষ। সিরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সঙ্কট চলছে এখন। সূত্র : রয়টার্স।



 

Show all comments
  • Dadhack ১২ জুলাই, ২০২১, ৯:৪৮ পিএম says : 0
    May Allah destroy killer of Muslims and who are supporting this barbarian Iblees. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতন

১৭ সেপ্টেম্বর, ২০২২
৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ