Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে লকডাউনে পুলিশের ওপর হামলা গ্রেফতার ১৫

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ২:২০ পিএম | আপডেট : ৩:০৮ পিএম, ১২ জুলাই, ২০২১

নগরীর চান্দগাঁওয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে জানালী হাট রেলস্টেশন ৮ নম্বর পুলের গোড়া গলির মুখে কবির টাওয়ারের সামনে এ হামলার ঘটনা ঘটে। এসময় ইটের আঘাতে চান্দঁগাও থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহাম্মদ আহত হন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিউল আলম (২৭), মো. সুমন প্রকাশ আনিস (২৭), মো. মুছা প্রকাশ ইয়াবা মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), মো. আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), মো. খোকন (৪২), মো. ফারুক (৩৩), মো. ভুট্টু (৩৭), মো. ফারুক (৪১), মো. রায়হান (২০), মো. বাদশা (৩২), মো. বশির (৫৩), মো. ইমন (১৯) ও মো. লিমন (২০)।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, করোনাকালে চলমান লকডাউনে সরকারি নির্দেশনাবলী প্রচারকালে দুর্বৃত্তরা পুলিশের কাজে বাধা দেয়। তারা কর্তব্যরত পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ভাংচুর করে। এতে পুলিশের এক এসআই গুরুতর আহত হয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ