Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯০ ভাগ কার্যকর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০০ এএম

বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনার ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট। এ পরিস্থিতিতে টিকাকরণে ভরসা রাখছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ভারতে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড এই দু’টি টিকা দেয়া হচ্ছে। তবে দেশে তৃতীয় টিকা হিসেবে অনুমোদন পেয়েছে স্পুটনিক ভি। ইতোমধ্যেই মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাইয়ে এ টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে সাধারণের ওপর। কিন্তু এ টিকা ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্টের ওপর কতটা কার্যকর? এবার এ প্রশ্নের জবাব দিলেন গবেষক।

রাশিয়ার নোভোসিবির্স্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সের্গে নেটেসোভ জানান, আমেরিকা এবং ব্রিটেন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এমআরএনএ টিকাগুলো ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। স্পুটনিক ভি-ও ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট প্রতিরোধে সক্ষম। স্পুটনিক করোনার প্রাথমিক স্ট্রেনগুলোর বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর এবং ডেল্টার বিরুদ্ধে ৯০ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। তিনি আরো বলেন, ‘করোনার ভারতীয় স্ট্রেন ঠেকাতে অবিলম্বে স্পুটনিক টিকা সাধারণের কাছে পৌঁছে দেওয়া উচিত।’

প্রসঙ্গত, ভারতেও ছাড়পত্র পেয়েছে স্পুটনিক। ভারতে স্পুটনিক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রাশিয়ার আরডিআইএফ-এর সঙ্গে গাটছড়া বেঁধেছিল ডক্টর রেড্ডিস।

ডক্টর রেড্ডিস্ ল্যাবরেটরির সিইও দীপক সাপরা জানান, ‘স্পুটনিক ভি টিকা তৈরির জন্য ৬টি টিকা প্রস্ততকারী ইউনিটকে বেছে নেওয়া হয়েছে’। তিনি আরো বলেন, ‘প্রথম দিকে রাশিয়া থেকে এ টিকা নিয়ে আসা হবে। ৬টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট জুলাই মাস থেকে টিকা সরবরাহ করতে পারবে এবং বাকি দুটি ইউনিট আগস্ট মাস থেকে টিকা সরবরাহ করতে পারবে বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বাকি দুটি ইউনিট ‘মেড ইন ইন্ডিয়া’ টিকা সরবরাহ করবে। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়, ২০২১ সালের মধ্যেই দেশের ১২ থেকে ১৩ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেবে তারা।

সংশ্লিষ্ট টিকা প্রস্তুককারী সংস্থা জানায়, বাণিজ্যিকভাবে এ টিকা বাজারে আসার পরেই কো উইন অ্যাপে এ টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। খুব শিগগিরই এ টিকাকে ‘বাণিজ্যিকভাবে লঞ্চ’ করা হবে, জানানো হয়েছে রেড্ডিস ল্যাবের তরফে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ