পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
বিভিন্ন ফিলিস্তিনি সংগঠনের মধ্যে সমন্বয় সাধন ও ফিলিস্তিনি নির্বাচন নিয়েও আলোচনার জন্য ফিলিস্তিনি প্রসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্ক সফর করছেন।
এদিকে তুরস্কের ইস্তাম্বুলে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও ফিলিস্তিনি প্রসিডেন্ট মাহমুদ আব্বাস এক বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার তারা এ বৈঠকে মিলিত হন বলে তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ইস্তাম্বুলের বাহাদেটিন প্যাভিলিয়নে এ রুদ্ধদ্বার বৈঠক হয়।
এর আগে শুক্রবার দেয়া এক বিবৃতিতে তুরস্কের জনসংযোগ কর্মকর্তা বলেন, ইস্তাম্বুলে তুরস্ক ও ফিলিস্তিনি প্রসিডেন্টের এ বৈঠককে দু’দেশের মধ্যকার সকল বিষয় আলোচনা করা হবে।
দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি ও ইসরাইল-ফিলিস্তিনি বর্তমান সঙ্ঘাত নিয়ে আলোচনা হবে বলে আগেই জানিয়েছিলেন তুর্কি জনসংযোগ কর্মকর্তা।
সূত্র : আনাদোলু এজেন্সি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।