Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

অগ্নিকান্ডে হতাহতদের জন্য শুক্রবার দেশব্যাপী দোয়া কর্মসূচি

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০০ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভব থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তি এবং রূপগঞ্জের ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতদের জন্য আগামী শুক্রবার দেশব্যাপী দোয়া কর্মসূচী ঘোষণা করেছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচী ঘোষণা করেন। নেতৃদ্বয় বলেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভব আশঙ্কাজনভাবে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক মগবাজার বিস্ফোরণ বিস্ফোরণ, রূপগঞ্জের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মানুষ আতঙ্কিত। লকডাউনে গৃহবন্দি মানুষ খাদ্য সঙ্কটে ভুগছে। এ সঙ্কটজনক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। বেশী বেশী তাওবাহ-ইস্তিগফার করতে হবে। অব্যবস্থাপনা, দুর্নীতি, জুলুম নির্যাতনের পথ বন্ধ করে জাতীয়ভাবে সবাইকে তাওবাহ করতে হবে। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার বলি হচ্ছে জনগণ। করোনাভাইরাস পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে গ্রহীত পদক্ষেপ যথার্থ ও যথেষ্ট নয়। খাবারের ব্যবস্থা না থাকায় লকডাউনে কর্মহীন মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। স্বাস্থ্য বিভাগে অব্যবস্থপনা ও সীমাহীন দুর্র্নীতির কারণে মানুষ যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না। দেশের হাসপাতালগুলোতে আইসিইউ সঙ্কট, অক্সিজেন সঙ্কটে বহু রোগী মারা যাচ্ছে। করোনা পরিস্থিতি উত্তরণে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করে চিকিৎসা সুবিধা বৃদ্ধি করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে একর পর এক অগ্নিকান্ডসহ বড় বড় দুর্ঘটনা ঘটেই চলছে। এ ক্ষেত্রে কারখানাসহ বিভিন্ন স্থাপনায় যেসব সুবিধা ও সতর্কতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন তার তদারকির ক্ষেত্রে সরকার নির্বিকার। তাই সরকার এসব দুর্ঘটনার দায় এড়াতে পারে না। নেতৃদ্বয় আগামী শুক্রবার বাদ জুমা অগ্নিকান্ডে হতাহতদের জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত মজলিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ