মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার হওয়া ওই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৮ জন। দেশটির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফারহান ক্যারোলকে টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলায় তিনি অক্ষত রয়েছেন। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকার বরাতে জানা যায়, দেশটির জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮ জনের প্রাণহানি ঘটেছে। সোমালিয়ায় ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে ইসলামি শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায় গোষ্ঠীটি।
এদিকে আল-শাবাবের সামরিক শাখার মুখপাত্র আব্দি আসিস আবু মুসাব হামলার কথা স্বীকার করে বলেন, শনিবারের ওই হামলা তারাই চালিয়েছেন। সূত্র : রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।