Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোমালিয়া মার্কিন বিমান হামলায় নিহত ৫২

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আফ্রিকার দেশ সোমালিয়ার মিডল জুবা অঞ্চলে মার্কিন বিমান হামরায় ৫২ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন আফ্রিকান কমান্ড এক বিবৃতিতে জানায়, রাজধানী মোগাদিসু থেকে ৩৭০ কিলোমিটর দূরে দেশটির এক সামরিক ঘাঁটিতে আল-শাবাবের হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়। হামলার পরে পাওয়া ছবি বিশ্লেষণ করে রয়টার্স জানায়, একটি পুড়ে যাওয়া ট্রাকের চারপাশে লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্যান্য ছবিতে দেখা যায়, বোমা সম্বলিত গাড়ি পড়ে আছে। কেনিয়ার হোটেলে আল-শাবাবের হামলায় মার্কিনিসহ ২১ জন নিহত হওয়ার ঘটনার চারদিন পর যুক্তরাষ্ট্র এই হামলা চালালো। জাতিসংঘ সমর্থিত সরকারের হয়ে দেশটিতে প্রায়ই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটিতে অনেকদিন ধরেই তাণ্ডব চালিয়ে আসছে আল-শাবাব। দেশটিতে আগের মতো শক্তিশালী অবস্থান নেই জঙ্গি গোষ্ঠীটির। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোমালিয়া মার্কিন বিমান হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ