Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্যাক্টরিগুলোতে বারবার নির্মম অগ্নিকা-ের রহস্য উদঘাটন করতে হবে ইসলামী ঐক্য আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ৪:৩৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে আগুনে পুড়ে ৫২ শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান বলেছেন, নির্মমভাবে আগুনে পুড়ে এত বেশিসংখ্যক শ্রমিক নিহতের ঘটনায় পুরো জাতি শোকাহত। আজ গোটা দেশ ও জাতি বাকরুদ্ধ। কর্তৃপক্ষের অবহেলা এবং প্রশাসনের অদক্ষতার কারণে বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। কারখানার শ্রমিকদের নিহতের ঘটনা এটাই নতুন নয়। ফ্যাক্টরিগুলোতে বারবার অগ্নিকা-ের রহস্য উদঘাটন করতে হবে। অতীতেও এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কোন ব্যবস্থা নেয়া হয়নি। মোস্তফা তারেকুল হাসান নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত এবং সারাদেশের কারখানাগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র বসানোর জন্য সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তারেকুল হাসান আরো বলেন, রূপগঞ্জের সেজান জুস ফ্যাক্টরির এই নির্মম অগ্নিকা-ের ঘটনায় যারা জড়িত বা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে অন্যদের জন্য শিক্ষণীয় হয়। তা না হলে কারখানাগুলোতে শ্রমিকদের পুড়ে পুড়ে মরার ইতিহাস লম্বা হতেই থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ঐক্য আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ