বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় লাগা আগুন ১০ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় রূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ম্যান (অপারেটর) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ কাজ চলছে। নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট এখনো কাজ করছে।’
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে বের হতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া, ভবনটির ছাদ থেকে লাফিয়ে পড়ে কয়েকজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। আরও সাত জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে তিন শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউএস-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি অফিসার মো. দ্বীন ইসলাম সুজন বলেন, ‘হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গত রাতে আহত অন্তত ১০ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুই জন নারী শ্রমিক মারা গেছেন। কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।