Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে লকডাউনেও মাদকের কারবার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

কঠোর লকডাউনেও থেমে নেই মাদক কারবারিরা। নানা কৌশলে চলছে মাদক পাচার। জরুরি পরিবহনের আওতায় মাছের আড়ালে পাচারকালে ৪০ হাজার পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

অপর অভিযানে হাই ভোল্টেজ ক্যাবল পরিবহনের আড়ালে পাচারকালে ২০ কেজি গাঁজাসহ তিন জনকে পাকড়াও করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরীর কর্ণফুলী সেতু এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পালং পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর ও একই জেলার উখিয়া থানার সীজারিঘোনা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে মো. আজিজুল হক। তাদের দেখানো মতে মাছের কাভার্ডভ্যানটিতে (চট্ট মেট্টো-ট-১১-৪৩৭১) তল্লাশি করে চালকের আসনের নিচে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কঠোর লকডাউনের মধ্যেও জরুরি পরিবহনের আওতায় মাছ ও খাদ্যদ্রব্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করছিলো।
এদিকে সীতাকুন্ড থানার ভাটিয়ারী এলাকায় জরুরি পরিবহনের আওতায় হাই ভোল্টেজ ক্যাবল (তার) পরিবহনের আড়ালে পাচারকালে ২০ কেজি গাঁজাসহ মো. আলী হোসেন, মো. বেলাল ও মো. জাহিদকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ