বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে ঝালকাঠির রাজাপুরে রফিকুল ইসলাম জামাল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
গত বুধবার রাতে রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাব্বির খান বাদী হয়ে এ মামলা করেন। জামাল ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির ৭নং সদস্য। তিনি ২০০৮ সালের নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি প্রার্থী হিসেবে পরাজিত হন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামি ঢাকায় বসবাস করেন। তাকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে জানতে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের ব্যবহৃত মোবাইলফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।