Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৮:৩৩ পিএম

নগরীর চান্দগাঁও এলাকায় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায় অটোরিকশা চালক মো. রফিক (৪৫) স্ত্রী মর্জিনা বেগমকে (৪০) খুনের পর দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রচার করে। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।

বৃহস্পতিবার সকালে পুলিশ রফিককে গ্রেফতার করে। বাসা থেকে মর্জিনার লাশ উদ্ধার করা হয়। মো. রফিক রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পিরোজপুর গ্রামের আনছার আলীর ছেলে। তাদের বাসা নগরীর চান্দগাঁও থানার ১৪ নম্বর গ্যারেজ এলাকার জমির কলোনিতে।

রফিকের স্ত্রী মর্জিনা বেগম নগরীর সিএন্ডবি এলাকায় জুতার কারখানা ম্যাফ সু ফ্যাক্টরির শ্রমিক। পুলিশ জানায় রফিক হত্যাকান্ডের কথা স্বীকার করে জানিয়েছে, রাতভর ঝগড়ার পর ভোরের দিকে স্ত্রীকে ধাক্কা মারে। এতে মর্জিনা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এরপর দুইহাত দিয়ে তার গলা চেপে ধরে তাকে হত্যা করে রফিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ