Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রাম লকডাউনে ৭৫ যানবাহন আটক, ১৫৮ মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৯:৪৭ পিএম

চলমান সর্বাত্মক লকডাউনে বিধি নিষেধ অমান্য করে সড়কে বের হওয়ায় নগরীতে ৭৫টি যানবাহন আটক করেছে পুলিশ। পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে ১৫৮ যানবাহনের বিরুদ্ধে। বুধবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলমান অভিযানে এসব যানবাহন আটক করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরাফাতুল ইসলাম।

তিনি বলেন, যারাই অকারণে যানবাহন নিয়ে সড়কে বের হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তবে জরুরি প্রয়োজনের আওয়াতাধীন যানবাহন ছেড়ে দেয়া হচ্ছে। আটক গাড়ির মধ্যে বাস,সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও মোটরসাইকেল রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ