মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মায়ের সাথে ঝগড়া করে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় এক কিশোরী। পরে আরেকটি গাড়ি ধাক্কা দিলে ওই কিশোরীর মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ ঘটনা ঘটেছে। ওই কিশোরীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হ্যারিস কাউন্টি শেরিফের ডেপুটি থমাস গিল্লিল্যান্ড বলেছেন, চলন্ত আরেকটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তিনি বলেন, যা ঘটেছে তাতে অনেকেই খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। গিল্লিল্যান্ড বলেছেন, ওই কিশোরীর মা তদন্তকারীদের সহায়তা করছেন। তবে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়ার আগে মা-মেয়ের কি নিয়ে বচসা হচ্ছিল তা স্পষ্ট নয়। তবে তা গুরুত্বপূর্ণ কোনও বিষয় ছিল না। হ্যারিস কাউন্টি শেরিফ এড গঞ্জালেস জানান, ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর ওই এলাকা দিয়ে চলাচলকারী যানবাহন অন্য রুটে ডাইভার্ট করা হয়। গিল্লিল্যান্ড বলেছেন, যে চালক ওই কিশোরীকে ধাক্কা দিয়েছে তাকে খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা। তবে ব্যক্তি অসচেতনভাবেই কিশোরীটিকে ধাক্কা মেরে থাকতে পারেন বলেও জানিয়েছেন গিল্লিল্যান্ড। নিউইয়র্ক পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।