মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। গত রোববার ভোররাতে ওই এলাকার আন্তঃরাজ্য মহাসড়ক ১০-এ পর্যটকবাহী বাসটি একটি ট্রাক্টর- ট্রেইলারের পেছনে সজোরে আঘাত করে দুমড়েমুচড়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের (সিএইচপি) প্রধান জিম অ্যাবেল জানান, লস অ্যাঞ্জেলস থেকে ১৬০ কিলোমিটার পূর্বে পাম স্প্রিংস শহরের কাছে পশ্চিমমুখী বাসটি দুর্ঘটনায় পড়ে। সজোরে আঘাত করা বাসটির গতির কারণে ট্রাকের ট্রেইলারটি বাসটির ১৫ ফুট ভেতরে ঢুকে যায়। নিহত ১৩ জনের মধ্যে বাসের চালকও আছেন। আহত ৩১ জনের মধ্যে বেশিরভাগের আঘাত সামান্য থেকে মাঝারি ধরনের হলেও কয়েকজনের আঘাত মারাত্মক হতে পারে বলে জানিয়েছেন অ্যাবেল। তিনি বলেন, ‘প্রায় ৩৫ বছরের মধ্যে আমি এ ধরনের কোনো দুর্ঘটনা দেখিনি, যেখানে ঘটনাস্থলেই ১৩ জন মারা গেছেন। তাই এটি খুব কঠিন একটি বিষয়। আমাদের সবার জন্য খুব কঠিন’। তিনি জানান, শেষবার এপ্রিলে বাসটি পরীক্ষা করা হয়েছিল, তখন এতে কোনো যান্ত্রিক সমস্যা লক্ষ করা যায়নি। বাসটির বেশিরভাগ যাত্রীই পূর্ণবয়স্ক এবং দুর্ঘটনার সময় তারা প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন তিনি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।