Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’দিন আগেই অবগত করা হয়েছিল : পেন্টাগন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

নিরাপত্তার কারণেই আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে সবকিছু প্রত্যাহার করে নিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। বিমানঘাঁটি ছেড়ে তাদের চলে যাওয়ার সুনির্দিষ্ট সময় নিয়ে আফগান বাহিনীকে আভাষ পর্যন্ত দেওয়া হয়নি। মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, জ্যেষ্ঠ আফগান রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তাদের দুদিন আগেই অবগত করা হয়েছিল। বিস্তৃত অঞ্চলজুড়ে অবস্থিত বিমান ঘাঁটি নিয়ে তাদের নির্দেশনাও দেয়া হয়েছিল। গত দুদশক ধরে এই ঘাঁটি থেকে তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। শুক্রবার মধ্যরাতে স্থাপনাটি ছেড়ে মার্কিন বাহিনী চলে যাওয়ার পর সেখানে লুণ্ঠনকারীরা ঢুকে পড়েছিল। পাঁচ হাজারের মতো বন্দি কারাগার ভেঙে পালিয়ে যায়। এক সংবাদ ব্রিফিংয়ে কিরবি বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে প্রস্থানের সঠিক সময়টি প্রকাশ করা হয়নি। এই তথ্য আমরা যতটা সম্ভব গোপন রাখতে চেয়েছিলাম। কারণ প্রত্যাহার অবশ্যই সুশৃংখল ও নিরাপদ হতে হবে। এ সময় তালেবানের কাছ থেকে আসা অব্যাহত হুমকির বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন তিনি। কিরবি বলেন, ওই সিদ্ধান্ত আফগানরা কীভাবে ব্যাখ্যা করবেন, তা আমরা বলতে পারবো না। এটা আমাদের আফগান অংশীদারদের ওপর আস্থা থাকা কিংবা না-থাকার প্রশ্ন না। বিষয়টি হচ্ছে, সেখান থেকে আমাদের প্রত্যাহারের ঘটনা তালেবানের বাধার মুখে পড়তে পারে। এসব বিষয় মাথায় নিয়েই বাগরাম বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানান পেন্টাগনের মুখপাত্র। সোমবার ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল আবদুল্লাহ কোহিস্তানি বলেন, আফগানদের না জানিয়ে একেবারে মধ্যরাতে বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে মার্কিন সামরিক বাহিনী। স্থানীয় সময় শুক্রবার রাত তিনটার দিকে বাগরাম ছেড়েছে মার্কিন বাহিনী। কয়েক ঘণ্টা পর আফগান বাহিনী তা জানতে পেরেছে। সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেন্টাগন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ