Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় কড়া লকডাউনে ১২২ মামলায় জরিমানা আদায়

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৬:৩১ পিএম

কক্সবাজারের উখিয়ায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সাতদিনে ১২২ মামলায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মহামারি করোনা সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ৮ম দিনেও সকাল উপজেলা প্রশাসনের সাথে টহল দেয় র‍্যাব, বিজিবি, পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা।

রোদ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে উখিয়া দারোগা বাজার, কোট বাজার, মরিচ্যা বাজার, সোনারপাড়া বাজার, কুতুপালং বাজার, বালুখালী বাজার, থাইংখালি বাজার ও পালংখালী বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন এবং রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দেয়া হয়। এছাড়া বিধিনিষেধ অমান্যকারীদের কাছ থেকে আদায় করা হয় জরিমানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ