পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট আলেম প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মুসা (৮২) গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্দ্ধক্যজনিত অসুস্থতার কারণে কয়েক সপ্তাহ যাবৎ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ বহুগুনগ্রাহী রেখে যান। তিনি বাউফল ছালেহিয়া ফাজিল মাদাসায়ও অধ্যাপনা করেছেন। তিনি বাউফল উপজেলা জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি ছিলেন। মরহুমের লাশ এ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ী পটুয়াখালীর বাউফলের কনকদিয়ায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হবে।
খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মুসার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মুসা দক্ষিণ বঙ্গের একজন প্রথিতযশা আলেম ছিলেন। দ্বীনী শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শোক বাণীতে নেতৃদ্বয় মাওলানা মোহাম্মদ মুসার রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।