বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার টিকা রেজিস্ট্রেশনের একমাত্র পোর্টাল ‘সুরক্ষা’র ওয়েবসাইট বিগড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) বন্ধ হয়ে গেছে টিকাদান কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েন টিকা নিতে যাওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার চমেক টিকাদান কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
তারা জানান, সার্ভার ডাউন থাকায় টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। কবে নাগাদ স্বাভাবিক হবে তা জানা নেই। কয়েকজন শিক্ষার্থী জানান, টিকা দেওয়ার জন্য নিবন্ধন করে তার প্রমাণপত্রও সঙ্গে নিয়ে আসা হয়েছে। তারপরও নিবন্ধন নম্বর যাচাইয়ের কথা বলা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার সাংবাদিকদের বলেন, সার্ভারে সমস্যা হওয়ায় শিক্ষার্থীদের টিকা দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। যেহেতু সার্ভারটি আমরা নিয়ন্ত্রণ করি না, তাই স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছুই করতে পারছি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।