Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার শিবগঞ্জের মাদ্রাসা ছাত্র স্বাধীন হত্যাকান্ডে গ্রেফতার তিন কিশোর ঘাতক

সাড়ে তিন মাসের তদন্তে রহস্য উদঘাটন সিআইডির...

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৮:৩৮ এএম

তদন্তভার হাতে নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় ক্লুলেস একটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে বগুড়ার সিআইডি। গ্রেফতার করেছে তিন কিশোর ঘাতককেও। যারা বগুড়ার শিবগঞ্জের একটি এবতেদায়ী মাদ্রাসার ছাত্র। ক্লুলেস এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সিআইডি প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেছে ।

হত্যা রহস্য উদঘাটনের বিবরণ দিয়ে বগুড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার কাউসার শিকদার জানিয়েছেন , চলতি বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখে খুন হয় শিবগঞ্জ উপজেলার একটি এবতেদায়ী মাদ্রাসার ছাত্র স¦াধীন (৭) । পরদিন ১৭ জানুয়ারি স্বাধীনের বাবা শাহ আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন।
তবে মামলার কার্যক্রমে অসন্তষ্ট হয়ে নিহত স্বাধীনের বাবা মামলাটি সিআইডিতে স্থানান্তরের জন্য আবেদন জানালে সেটি সিআইডির হাতে আসে। ১৩ মার্চ মামলাটির তদন্তভার ন্যাস্ত হয় সিআইডি কর্মকর্তা ফুয়াদ রুহানির হাতে। এরপর তদন্ত কর্মকর্তা রুহানি ও তার সহযোগিরা তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিস্ট এলাকায় ব্যপক তদন্ত কার্যক্রম চালিয়ে গ্রেফতার করে ওই মাদ্রাসার তিন ছাত্র সুমন ইসলাম (১৬), রুহুল আমিন (১৬) এবং ওমর ফারুক (১৫) কে ।

সঠিক তথ্যের ভিত্তিতে গ্রেফতার হওয়ায় সামান্য জিজ্ঞাসাবাদেই তারা হত্যাকান্ডে জড়িত থাকার এবং কেন এই হত্যাকান্ড তা’ প্রকাশ করে ৬ জুলাই তাদের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দীতে তারা বলে , মাদ্রাসায় পড়াশোনা তাদের ভালো লাগতোনা । তারা ভাবতো এমন কিছু একটা করবে যাতে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। ১৬ জানুয়ারি তারা ৭ বছরের শিশু ওই মাদ্রাসার প্রাথমিক ক্লাসের ছাত্র স্বাধীনকে একা পেয়ে তাকে কৌশলে পাশেই নদীর পাড়ে নিয়ে যায় । এরপর শ^াসরোধ করে মেরে লাশ ফেলে রেখে নিজ নিজ বাড়িতে চলে যায় ।

৬ জুলাই জবানবন্দী গ্রহন শেষে তিন কিশোর ঘাতক যথাক্রমে সুমন ইসলাম (১৬) , পিতা আফজাল হোসেন গ্রাম তাল পুকুরিয়া, রুহুল আমিন (১৬) , পিতা, মেহেদুল ইসলাম , গ্রাম ,মাটিয়াল, ওমর ফারুক (১৫),পিতা জাহাঙ্গীর আলম ,গ্রাম বাহাদুরপুর কে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদারতের বিচারক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ