Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার মার্কিন দূতাবাসে ভার্চুয়ালি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১:০৯ পিএম

ঢাকার মার্কিন দূতাবাসে ভার্চুয়ালি উদযাপন করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। সোমবার এই উদযাপনে শুভেচ্ছা বার্তা দেন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবং ডেপুটি চিফ অব মিশন ওয়াগনার। কেক কাটা, প্রতিযোগিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
শুভেচ্ছা বার্তায় আর্ল রবার্ট মিলার ‘শুভ জন্মদিন, আমেরিকা’ উল্লেখ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জনপ্রিয় ‘চিত্ত যেথা ভয়শূন্য’ কবিতার একটি লাইন আবৃত্তি করেন। তিনি বলেন, বাংলার মহান কবি ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনায় এসেছে, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, …সেই স্বর্গে করো জাগরিত।” গত ৪ জুলাই ছিল মার্কিন যুক্তরাষ্টের ২৪৫তম স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালের এই দিনে ১৩টি উপনিবেশের কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন দূতাবাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ