Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুধবার মার্কিন দূতাবাস বন্ধ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৬:০৭ পিএম

আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে ১১ নভেম্বর বুধবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। দিবসটি আমেরিকার জাতীয় ছুটির দিন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

১২ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দূতাবাস জানিয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউ এস এ এডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য এখন বন্ধ। ইন্টারনেটে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের সেবা ও তথ্যসমূহ প্রদান করে যাচ্ছি এবং আশা করছি শিগগিরই জনসাধারণের জন্য আবার আমাদের সেবা আগের মতো দিতে পারব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন দূতাবাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ