গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কঠোর বিধিনিষেধের ষষ্ঠদিনে আজ রাজধানীর সড়কে বেড়েছে মানুষ ও যান চলাচল। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট। সড়কে দেখা গেছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, মিনি ট্রাক, রিকশা, ভ্যানগাড়ির দীর্ঘ সারি। প্রতিটি সিগন্যালেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলে কোনটা কার্যকর কোনটা আবার অকার্যকর। সে কারণে অনেক সড়কে অবাধে যাতায়াত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, শিল্প কারখানা, ব্যাংক-বীমাসহ বিভিন্ন অফিস খোলা থাকায় অনেককেই বের হতে হচ্ছে। এর বাইরে মানুষ নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে। এদিকে, নগরীর পাড়া মহল্লায় চায়ের দোকানে আড্ডা ও জটলা আগের দিনগুলোর তুলনায় অনেক বেড়েছে। বাজারগুলোতে মানুষ ভিড় করছে। সেখানেও আইনশৃঙ্খলাবাহিনীর তদারকি নেই বললেই চলে।
রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, মৌচাক, মালিবাগ, মগবাজার, বাংলামোটর, কাওরানবাজার, ফার্মগেট, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, শাহবাগ, গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, আগের দিনগুলোর তুলনায় মানুষ ও যানবাহনের সংখ্যা বেড়েছে। এসব এলাকার মোড়গুলোতে তৈরী হচ্ছে যানজট।
ট্রাফিক পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, রামপুরায় আজ সকাল থেকে যানজট লেগেই আছে। রামপুরা থেকে যানবাহনের দীর্ঘসারি গিয়ে ঠেকেছে মধ্যবাড্ডা লিংকরোড পর্যন্ত। থেমে থেমে চলছে গাড়ি। গুলশান-১ নম্বরের প্রবেশমুখ থেকে তৈরি হওয়া যানজট হাতিরঝিল-মধুবাগ পর্যন্ত ঠেকেছে। যানজট লেগেই আছে কাওরানবাজার-পান্থপথ এলাকার চারপাশের সড়কেই। এই দৃশ্য রাজধানীর প্রায় সবগুলো সড়কেই।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত পাঁচ দিনের তুলনায় গাড়ির সংখ্যা বেড়েছে। ব্যস্ত এ মহাসড়কে গাড়ির পাশাপাশি ব্যাটারিচালিত রিকশাও অবাধে চলাচল করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার প্রবেশ পথে শিমরাইলে চেকপোস্ট থাকলেও ঢিলেঢালা ভাবের কারণে অনেকটা অবাধেই গাড়ি প্রবেশ করছে মহাসড়ক দিয়ে।
উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ১লা জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। করোনার পরিস্থিতির উন্নতি না হওয়ায় গতকাল কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ই জুলাই পর্যন্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।