Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় করোনা রোগীদের চিকিৎসার হাইফ্লো নজেল ও এ্যাম্বুলেন্স দিলো আকিজ গ্রুপ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১০:৫১ পিএম

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে খুলনা বিভাগের মানুষের পাশে দাঁড়িয়েছে আকিজ গ্রুপের বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স। আজ সোমবার গ্রুপটির পক্ষ থেকে খুলনায় হাইফ্লো নজেল ক্যানোলা মেশিন ও এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি হাইফ্লো নজেল ক্যানোলা মেশিন এবং একটি এ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেনারেল হাসপাতালের জন্য ৪টি হাইফ্লো নজেল ক্যানোলা মেশিন এবং একটি এ্যাম্বুলেন্স দেওয়া হয়। এ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস হিসেবে ব্যবহৃত হবে। মেডিকেল কলেজ ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথক অনুষ্ঠানে মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আব্দুল আহাদ, উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মেহেদী নেওয়াজ, খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও আকিজ জুট মিলস লিমিটেডের ম্যানেজার (পাবলিক রিলেশন) জেসমিন সুলতানা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগ প্রসঙ্গে আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন বলেন, জনগণের সু-চিকিৎসা নিশ্চিত করতে এবং করোনা মহামারি প্রতিরোধে আকিজ গ্রুপ মানুষের পাশে দাঁড়াবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ