Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ দিন পর খুলনায় সীমিত আকারে করোনা পরীক্ষা শুরু, আজ শনাক্ত ৭৫

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১০:১৮ পিএম

পুরো পিসিআর ল্যাব দূষিত হয়ে পড়ায় খুলনা মেডিকেল কলেজে (খুমেক) করোনা পরীক্ষা বন্ধ ছিল ৪ দিন। সীমিত আকারে খুমেক এ আজ আবারও পরীক্ষা শুরু হয়েছে।

আজ পিসিআর ল্যাবে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ২১ শতাংশ। রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ খুমেকের পিসিআর মেশিনে মোট ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ২৩ জন, যশোর ও ঝিনাইদহে একজনের করে করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, ল্যাবে জীবাণু ছড়িয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বন্ধ ছিল। এর আগে প্রতিদিন এই ল্যাবে ৫ থেকে ৬ শ নমুনা পরীক্ষা করা হচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ