Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে যোগ্য সম্মান পাননি ক্রুস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০০ এএম

টনি ক্রুস জার্মানির জার্সিতে খেলেছেন ১১ বছর। জাতীয় দলে লম্বা সময় খেলেও যোগ্য সম্মান পাননি বলে মন্তব্য করেছেন এই মিডফিল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে হেরে শেষ হয়ে যায় ফেভারিট জার্মানির ইউরো অভিযান। এরপর জাতীয় দলকে বিদায়ও বলে দেন তিনি।
জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ক্রুস। কিন্তু জাতীয় দলের হয়ে তার এই অবদান অনেকে মনে রাখেননি দাবি করে ক্রুস বলেছেন, ‘কাউকে আমি দায়ী করতে চাচ্ছি না। জার্মানিতে অনেক ভক্ত সমর্থক আমার প্রশংসা করেছেন। একই সঙ্গে আমার মনে হয়েছে, দীর্ঘ ১১ বছরে জার্মানির হয়ে আমার পারফরম্যান্স অনেকে মনে রাখেননি। স্পেনে ব্যাপারটা একটু ভিন্ন। রিয়ালে প্রথম ম্যাচ খেলার দিন থেকেই সবাই আমাকে সমর্থন দিয়ে আসছেন।’
জাতীয় দলের হয়ে অবসর নিলেও এখনই খেলা ছাড়ছেন না ক্রুস। এখন শুধু স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েই খেলা চালিয়ে যেতে চান তিনি। নিজের ক্লাব ক্যারিয়ারের ইতিও তিনি টানতে চান রিয়ালে।
ক্রুস রিয়ালের হয়ে খেলছেন সাত বছর ধরে। এই ক্লাবের হয়ে লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তিনি। তাই শেষটাও এখানে করার ইচ্ছে তার। জার্মান এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রুস বলেছেন, ‘রিয়ালের সঙ্গে আরও কত বছরের চুক্তি বাড়বে এখনো ঠিক হয়নি। এক বা দুই বছর হতে পারে। তবে রিয়ালেই যে অবসর নিচ্ছি এটা একরকম নিশ্চিত।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ