Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিচারপতি আনসার আলীর মৃত্যুবার্ষিকীতে কোরআনখানি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

 

ভাষা সৈনিক, বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর বনানীতে তার কবরস্থান প্রাঙ্গণে এবং নওগাঁয় গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, কোরানখানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিচারপতি মোহাম্মদ আনসার আলী ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে এবং তদানীন্তন পাকিস্তান সুপ্রিম কোর্টে আইন পেশায় আত্মনিয়োগ করেন।

ছাত্রাবস্থায় তিনি মহান ভাষা আন্দোলনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দেন । ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তাকে মরণোত্তর ‘মাতৃভাষা পদক’ পান।

১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সভাপতি, তৎকালীন রংপুর হাইকোর্ট বারের দুই বারের নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির সহ-সভাপতি ছিলেন।
বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ছোট ছেলে বিচারপতি আহমেদ সোহেল হাইকোর্ট বিভাগের বিচারপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ