Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন আইসোলেশনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৭:০৪ পিএম

করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এমন একজনের সংস্পর্শে আসার কারণে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন ব্রিটিশ রাজবধু ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। কেট এখন মেলামেশা ও দেখা সাক্ষাৎ করছেন না কারো সঙ্গে। সর্বশেষ গত শুক্রবার প্রকাশ্যে দেখা গেছে কেটকে। ওইদিন তিনি উইম্বলডনের একটি জাদুঘরে গিয়ে সেখানকার লোকজনের সঙ্গে কথা বলেছেন।একইদিনে তিনি সাবেক টেনিস তারকা টিম হেনম্যানের সঙ্গে বসে জেমি ম্যুরের ডাবল দেখেছেন। -এনবিসিনিউজ, পেইজসিক্স

কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র বলেছেন, গত সপ্তাহে ডাচেস অব ক্যামব্রিজ একজনের সংস্পর্শে এসেছিলেন। পরে করোনা পরীক্ষায় মহামারি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ওই ব্যক্তি। তারপরই কেট আইসোলেশনে চলে গেছেন। কেনসিংটন প্যালেসের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, ‌‌‘রাজবধূ কেট মিডলটনের শরীরে এখনো করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি। তবে তিনি সংশ্লিষ্ট সকল সরকারি নির্দেশনা মেনে চলছেন এবং নিজের ঘরে আইসোলেশনে রয়েছেন। গেল বসন্তে কোভিডে আক্রান্ত হন ডিউক অব ক্যামব্রিজ ও কেটের স্বামী প্রিন্স উইলিয়াম। বেশ ভালোই কাবু হন তিনি। শ্বাসঃপ্রশ্বাসের কষ্টে পড়েন। একই সময়ে উইলিয়ামের বাবা প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ