Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে কঠোর লকডাউনের প্রথম ৪ দিনে আক্রান্তের হার বেড়েছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৬:০৭ পিএম

কক্সবাজারে গত ৩ দিনে (২ জুলাই হতে ৪ জুলাই পর্যন্ত) করোনার নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ২০’৭৪% ভাগ বলে জানা গেছে। কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও কক্সবাজার জেলা সদর হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে ২ টি প্রতিষ্ঠানে নমুনা টেস্টের উল্লেখিত ৩ দিনের রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। অথচ এ সময়ে কক্সবাজার সহ সমগ্র দেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) চলমান রয়েছে।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. সাকিয়া হকের দেওয়া তথ্য মতে, এই ৩ দিনে সর্বোচ্চ সংখ্যায় ‘পজেটিভ’ রোগী শনাক্ত করা হয়েছে ৪ জুলাই।

এদিন জেলার ২ টি প্রতিষ্ঠানে মোট করোনা রোগী শনাক্ত করা হয় ১৪০ জন। এদিনে নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ছিলো ২৪’৭৩% ভাগ। এছাড়া গত ৩ জুলাই করোনা শনাক্ত করা হয়েছে ৮১ জন এবং পজেটিভিটির হার ছিল ২৩’৩৪% ভাগ। গত ২ জুলাই করোনা শনাক্ত করা হয়েছে ১০১ জন এবং পজেটিভিটির হার ছিল ১৪’১৭% ভাগ। এই ৩ দিনে কক্সবাজার জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩২২ জন।

দেশে পজিটিভিটির গড় হার ৫ শতাংশের নীচে আসলেই চলমান কঠোর বিধিনিষেধ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলার চিন্তা ভাবনা করা হবে বলে রাষ্ট্রের নীতিনির্ধারণী মহল ইতিপূর্বে ঘোষণা দিয়েছেন।

এদিকে, শুরু থেকে ৪ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ১২ হাজার ৬৯৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তারমধ্যে, করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে মোট ১৩০ জন রোগী। এরমধ্যে, ২০ জন রোহিঙ্গা শরণার্থী।

তথ্যমতে আক্রান্তের তুলনায় জেলায় মৃত্যুর হার ১’০৭% ভাগ। মোট আক্রান্তের মধ্যে ১১ হাজার ১৯৩ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৮’১৬% ভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ