Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুটি পাথরে পরিণত হচ্ছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১০:৪৬ এএম

রক্তমাংসের শিশু হিসেবে মায়ের কোলে জন্ম নিলেও, যত দিন জীবিত থাকবে পাথর হয়েই তাকে কাটাতে হবে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎস। দূর থেকে দেখলে চীনামাটির পুতুল মনে হতে বাধ্য। নরম চাহনি, তুলতুলে গালের সেই ছোট শিশুটি বাস্তবে সত্যি সত্যি পাথর হওয়ার পথে। চিকিৎসকরা হাত তুলে নিয়েছেন ইতোমধ্যে।

করোনাভাইরাস মহামারির মধ্যে গত ৩১ জানুয়ারি ব্রিটেনে জন্ম লেক্সি রবিন্সের। করোনায় যখন চারদিকে মৃত্যুর মিছিল, সেই সময় ফুটফুটে শিশুটিকে পেয়ে সংসার ভরে উঠেছিল অ্যালেক্স এবং ডেভ রবিন্সের। এমনিতে সারাক্ষণ হাসিখুশি লেক্সি। কোথাও কোনও সমস্যা চোখে পড়েনি। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই হাসিখুশি মলিন হয়ে আসে।

অ্যালেক্স এবং ডেভ জানিয়েছেন, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু তারা লক্ষ্য করেন, মেয়ে হাতের বুড়ো আঙুলটি একেবারেই নাড়াচ্ছে না। পায়ের আঙুলগুলোও যে স্বাভাবিকের থেকে একটু বড়। এভাবে কয়েক দিন কাটার পরেও অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায়, চিকিৎসকের দ্বারস্থ হন তারা। প্রথমে কেউই রোগ ধরতে পারেননি। শুধু বলা হয়, তাদের মেয়ে হাঁটতে পারবে না। সুস্থ-সবল মেয়েকে দেখে তা বিশ্বাস করতে পারেননি অ্যালেক্স এবং ডেভ। তাই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর সিদ্ধান্ত নেন।

কিন্তু সেখানে যা জানতে পারেন, তাতে স্তম্ভিত হয়ে যান অ্যালেক্স এবং ডেভ। জানতে পারেন তাদের মেয়ে ফাইব্রোডিসপ্লেসিয়া ওসিফিকানস প্রগ্রেসিভা (এফওপি) নামের বিরল রোগে আক্রান্ত, যে রোগে কঙ্কালের কাঠামোর বাইরেও হাড় গজায়। শরীরে পেশীও সময়ের সঙ্গে সঙ্গে হাড়ে পরিণত হয়। যত বয়স বাড়তে থাকে ততই হাড়ের আধিক্য বাড়তে থাকে শরীরে। যে কারণে একটা সময় শরীর কার্যত পাথরে পরিণত হয়।



 

Show all comments
  • عبد الرافع ৫ জুলাই, ২০২১, ৩:৩৮ পিএম says : 0
    আল্লাহ আমাদেরকে এই সমস্ত রোগ থেকে হেফাজত করুন আমিন।
    Total Reply(0) Reply
  • Arun Roy ৫ জুলাই, ২০২১, ৫:২৩ পিএম says : 0
    দুংখজনক ।
    Total Reply(0) Reply
  • তাজউদ্দীন আহমদ ৫ জুলাই, ২০২১, ৫:২৩ পিএম says : 0
    এমন রোগ যেন আল্লাহ আর কাউকে না দেন
    Total Reply(0) Reply
  • আবদুল মান্নান ৫ জুলাই, ২০২১, ৫:২৪ পিএম says : 0
    আশা করি সারা বিশ্বের চিকিৎসকরা এগিয়ে আসবেন
    Total Reply(0) Reply
  • পান্নু ৫ জুলাই, ২০২১, ৫:২৪ পিএম says : 0
    আশা করি অতি দ্রুত এই রোগেরও চিকিৎসা হবে
    Total Reply(0) Reply
  • মো:সোহেল রানা ৫ জুলাই, ২০২১, ৮:০০ পিএম says : 0
    আল্লাহ যেনো বাচ্চাটাকে সুস্থতা দান করে ।
    Total Reply(0) Reply
  • মো:সোহেল রানা ৫ জুলাই, ২০২১, ৮:০১ পিএম says : 0
    আল্লাহ যেনো বাচ্চাটাকে সুস্থতা দান করে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ