Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আজ থেকে প্রতিদিন ৫ হাজার মানুষকে খাওয়াবে পুলিশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৯:৫৮ এএম

সোমবার (৫ জুলাই) থেকে টানা ৭ দিন পাঁচ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার (৪ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি'র মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে এই সময়ে প্রতিদিন ডিএমপি'র ৫০টি থানা এলাকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে এই খাবার বিতরণ করা হবে। আগামীকাল (সোমবার) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ১২ জুলাই পর্যন্ত।
পুলিশ মনে করে, করোনার ঢেউ মোকাবিলায় জনস্বার্থে সরকার ঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ অব্যাহত আছে। কর্মব্যস্ত ঢাকা শহর এ কারণে থমকে গেছে। দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে সবার মতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসহায় নাগরিকরা। এ কারণেই তাদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএমপি

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ