Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ব্যাটে-বলে দারুণ প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

হারারের তাকাসিনহা স্পোর্টস ক্লাব মাঠে গতপরশু প্রথম দিন ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩১৩ রান জড়ো করে বাংলাদেশ। দ্বিতীয় দিন টাইগাররা আর ব্যাটিংয়ে নামেনি, ঘোষণা করে ইনিংসের ইতি। ব্যাটহাতে সাকিব আল হাসান, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর ঝলক দেখানোর পর গতকাল বলহাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগার বোলাররা। মেহেদী হাসান মিরাজ ও সাকিব তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া শরিফুল ইসলামের ঝুলিতে যায় ২টি উইকেট। একটি করে শিকার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের। লাঞ্চের আগে বল হাতে নেন আগের দিন ব্যাট হাতে তান্ডব চালানো সাকিব বল হাতে নিয়েই পান সাফল্য। নিজের প্রথম বলে তিনি বোল্ড করেন কাইতানোকে (৩২)। ৩ উইকেটে ৭৪ রান নিয়ে লাঞ্চ বিরতি থেকে ফিরেও প্রতিরোধ গড়তে পারেনি জিম্বাবুয়ে একাদশ। এববারও হন্তারক সেই সাকিব, শিকার উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা ডিওন মেয়ার্স (১৬)। এরপর মারুমা লড়াই চালিয়ে যান। যদিও তাকে সঙ্গ দিতে পারেননি রয় কাইয়া, যিনি মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন মাত্র ৭ রানে। তবে মারুমাকে স্বস্তি এনে দেন মাধেভেরে। ষষ্ঠ উইকেটে তাদের সাবধানী ব্যাটিংয়ে দেড়শ পেরিয়েছে স্বাগতিকদের স্কোর। রিপোর্টটি লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৬৭ ওভারে দলটির সংগ্রহ ১৬৪ রান। সর্বোচ্চ ৫৮ রান করেন মাধেভেরে।



 

Show all comments
  • আব্দুল আল মামুন ৫ জুলাই, ২০২১, ৮:৫৪ পিএম says : 0
    এই লড়াই এ বাংলাদেশি জিতবে। ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হারারে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ