মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটি। এ সংবাদ জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সাইপ্রাস সরকার জানিয়েছে, দেশটির লিমোসল জেলায় দাবানলের কারণে কয়েকটি গ্রাম খালি করতে হয়েছে। লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকায় বেশকিছু স্থাপনা ধ্বংস হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দাবানলের আগুন নেভাতে হেলিকপ্টার ও উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। দাবানল মোকাবিলায় সাইপ্রাস সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইসরায়েলের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েল ও গ্রিস অবশ্য সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইইউ জানিয়েছে, সহযোগিতা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রায় এক সপ্তাহ ধরে সাইপ্রাসে তীব্র দাবদাহ চলছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। দাবদাহের পাশাপাশি ঝোড়ো বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ছে।
দেশটির প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াডেস একে সাইপ্রাসের জনগণের জন্য কঠিন সময় অ্যাখা দিয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে ব্রিটেনেও বিমান পাঠাতে যাচ্ছে। শুধু সাইপ্রাসেই নয় ইউরোপসহ যুক্তরাষ্ট্র, কানাডাতেও তাপদাহের পাশাপাশি দাবানল দেখা দিয়েছে। এমন পরিস্থিতির জন্য বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।