Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে অতি বর্ষণে পানিতে তলিয়ে গেছে ১৫ শেড

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৩:০৭ পিএম

টেকনাফ উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে বৃষ্টির পানিতে তলীয়ে গেছে ১০/১৫ টি রোহিঙ্গা শেড। এতে ওই পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অতি বৃষ্টিপাতে বি/১ ব্লক এলাকার ক্যাম্পের সীমানা নির্ধারণকারী কাঁটাতারের বেষ্টনীর কয়েকটি পিলারের মাটি সরে গিয়ে পাশ্ববর্তী খালের মধ্যে ধসে পড়েছে।
বৃষ্টিপাতের ফলে ব্লক-এ/১ ও বি/১ এলাকায় ১০/১৫ টি রোহিঙ্গা শরনার্থীর ঘর বৃষ্টির পানি ঢুকে প্লাবিত হয়ে যায়। প্লাবিত হওয়ায় বসবাসের অনুপযোগী ঘর সমূহ হতে ক্যাম্প ইনচার্জ এর নির্দেশে
রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
রোববার সকালের দিকে এই ঘটনা ঘটে বলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র নিশ্চিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ