গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
লকডাউনের চতুর্থ দিনে বৃষ্টি ও পুলিশের কঠোর অবস্থানের মধ্যে রাজধানীর সড়কে চলাচল বেড়েছে মানুষের। অবাধে চলছে রিকসা। অলিগলিতে মানুষের সমাগম বেড়েছে।
মহামারি করোনা সংক্রমণের বিস্তার রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে আগের দুই দিনের চেয়ে রাস্তায় মানুষের উপস্থিতি একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। আজ রোববার বৃষ্টিভেজা দিনের শুরু থেকে সড়কে আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সকালে রাজধানীর কিছু এলাকা ও সড়ক ঘুরে দেখা গেছে, রাস্তায় বের হয়েছেন কর্মজীবী মানুষেরা। রিকশায় গন্তব্যে ছুটেছেন অনেকে। কেউ কেউ যাচ্ছেন হেঁটে। চলছে ব্যক্তিগত গাড়িও। খুলেছে নিত্যপণ্যের কিছু দোকান।
প্রধান সড়কগুলোতে সকাল থেকেই চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থান রয়েছে পুলিশের সদস্যরা। মানুষকে থামিয়ে গন্তব্য ও তার কারণ জিজ্ঞাসা করছেন পুলিশ তারা। আইনশৃঙ্খলা রক্ষার অন্য বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন।
এর আগে, গতকাল শনিবার বিনা প্রয়োজনের বাইরে আসার পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীতে ৬২১ জনকে গ্রেপ্তার এবং ৩৪৬ জনকে এক লাখ ছয় হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
তবে গত বৃহস্পতিবার ও শুক্রবার লকডাউন কঠোরভাবেই পালিত হয়েছে। রাস্তা ছিল ফাঁকা। কিন্তু গতকাল শনিবার থেকে মানুষের চলাচল বেড়েছে। গাড়ির সংখ্যাও ছিল বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।