Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ র‍্যাবের হাতে একজন আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১১:১৩ পিএম

২০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ হামিদুল হক (২২) নামক একজন ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাত ১০ টা ৪০ মিনিটের দিকে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের তেচ্ছিব্রীজের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-১৫ এর একটি টিম উল্লেখিত স্থানে গেলে একজন লোক পালাতে চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা তাকে আটক করে এবং তার হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে সেখান থেকে ২০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

আটক ইয়াবাকারবারী হামিদুল হক হলদিয়া পালং ইউনিয়ন এর ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার নুরুল আলম ও মনোয়ারা বেগমের পুত্র বলে জানা গেছে।

ইয়াবাকারবারী হামিদুল হক দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বেচা-কেনা করত বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ