Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনার পাইকগাছায় আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

ডাকাতির মালামাল উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৭:৫০ পিএম

খুলনার পাইকগাছায় আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার হয়েছে। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার হয়েছে ডাকাতির মালামাল। গ্রেফতারকৃত ৪ ডাকাত হচ্ছে, মো. আবুল হোসেন গাজী (৩৬), বাবু ওরফে হঠাৎ বাবু (৩৮), আবুল হোসেন ওরফে ছোট (৪২) এবং সুব্রত হাজরা (২৮)। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিণ্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।

পাইকগাছা থারা ওসি এজাজ শফি শনিবার সন্ধ্যায় দৈনিক ইনকিলাবকে জানান, গত ২৩ মে রাতে পাইকগাছা থানাধীন শলুয়া গ্রামের কাশেম আলী গাজীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এসময় ৪ জনের ডাকাতদলটি অস্ত্র দেখিয়ে বাড়ির আলমারি ভেঙ্গে নগদ পৌণে ২ লাখ টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই তাকবীর হোসাইন ওসি এজাজ শফির নির্দেশ ও তত্বাবধায়নে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৮ জুন মামলার প্রধান আসামি আবুল হোসেন গাজীকে পাইকগাছার কপিলমুনি থেকে গ্রেফতার করেন। পরদিনে আদালতে আবুল হোসেন গাজী স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করে। তার দেয়া তথ্য অনুযায়ী ডাকাতির ঘটনায় জড়িত বাবু ওরয়ে হঠাৎ বাবুকে ৩০ জুলাই নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ডাকাতিকৃত মোবাইল ফোন এবং দুটি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত এই দুজনের তথ্য অনুযায়ী গত শুক্রবার (২ জুলাই) আবুল হোসেন ওরফে ছোটকে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রাম থেকে এবং সুব্রত হাজরাকে পাইকগাছা উপজেলার মাহমুদকাঠি মালোপাড়া থেকে গ্রেফতার করা হয়। তারা জানিয়েছে, আরো ৪ জন ডাকাতির সাথে জড়িত রয়েছে। গ্রেফতারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওসি এজাজ শফি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে খুলনার পাইকগাছা, দাকোপ থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র আইনসহ অসংখ্য মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা শুধু খুলনা নয়, দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। তাদের গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ