Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোয়াখালীর ভাসানচর থানা হাজত ভেঙে পালিয়েছে রোহিঙ্গা যুবক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৬:৪৩ পিএম

হাতিয়ার ভাসানচর থানা হাজতের গ্রিল ভেঙে মো. শাহেদ উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা আসামী পালিয়ে গেছে। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৫টায় ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত মাসে ভাসানচরে নৌ-বাহিনীর ওয়্যার হাউসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১ জুলাই বৃহস্পতিবার রাতে ভাসানচর থেকে গ্রেপ্তার করা হয় আসামী রোহিঙ্গা যুবক শাহেদকে। পরদিন তাকে নৌ-পথে কারাগারে পাঠানোর জন্য বোট-ট্রলার না পাওয়ায় ভাসানচরের হাজতখানায় রাখা হয়।

তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোরের কোন একসময় শাহেদ হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। সে আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নাম্বার ক্লাস্টারের ৬ নাম্বার কক্ষে বসবাস করতো। পালানোর পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য ভাসানচর ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ