বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুবর্ণচরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনকারীদের ৫ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৫ নং চর জুবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক মিস্ত্রী বাড়িতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালু উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী বালু উত্তোলন করায় ১ টি মামলায় বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সাথে বালু উত্তোলনের মেশিন ও যন্ত্রপাতি স্থানীয় ইউপি মেম্বার রাশেদ নিজামের জিম্মায় দেওয়া হয় এবং মেশিনের মালিকে সতর্ক করে দেয়া হয় এবং মুচলেকা নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।