বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের নালিতাবাড়ীতে লকডাউনের মধ্যে ইজারার বাইরে থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ইয়ামিন (২৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস শহরতলী সরকারবাড়ী মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সূত্র জানায়, ভোগাই নদীর বালু উত্তোলন নিষিদ্ধ এলাকা গোবিন্দনগর গ্রাম থেকে উত্তোলনের পর কতিপয় বালু ব্যবসায়ী চলতি লকডাউনের মধ্যে সরকারবাড়ী মোড়ে রাখা ডিপো থেকে বিপণন ও পরিবহন করছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সরকারবাড়ী মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় বালু পরিবহনে জড়িত ইয়ামিনকে হাতেনাতে আটক করে সাক্ষ্যপ্রমাণ শেষে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ইয়ামিন উপজেলার হাতিপাগার এলাকার বাসিন্দা। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।