Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিধিনিষেধ অমান্য করায় ২৯ মামলায় জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৯:৫১ পিএম

কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৯টি মামলা দায়ের করেছেন। জরিমানা করেছেন প্রায় ৬ হাজার টাকা। শুক্রবার লকডাউন বাস্তবায়ন করতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম পাঁচলাইশ এলাকায় ১০টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বাকলিয়া ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন মুহাম্মদ ইনামুল হাসান। তিনি ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নাসিরাবাদ দুই নম্বর গেইট কর্ণফুলী কমপ্লেক্স, বাংলাবাজার, ডেবার পাড়, অক্সিজেন, বালুছড়া এলাকায় অভিযান পরিচালনা করেন গালিব চৌধুরী। তিনি ১৬টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ