Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

লালমনিরহাটে আরো ১২ জন করোনা রোগী শনাক্ত

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৯:৪৯ পিএম

লালমনিরহাট জেলায় আরো ১২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৫৬ জনে। বিষয়টি ২ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৬ টায় লালমনিরহাট জেলা সিভিল সার্জন অফিসার নির্মলেন্দু রায় নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১ জুলাই বৃহস্পতিবার লালমনিরহাট সিভিল সার্জন অফিস থেকে ৩৭ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে ২ জুলাই শুক্রবার সাড়ে ৬ টায় রিপোর্টে তাদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলার ১০ জন, ও পাটগ্রাম উপজেলার ২ জন, এর শরীরে করোনা পজেটিভ পাওয়া যায় বলে বিষয়টি সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বর্তমানে মোট ১৫৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় মোট ১২৩১ জন করোনা রোগী সুস্থ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লালমনিরহাট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ