Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ২ ডোজ ভেকসিন নিয়েও আক্রান্তের সংখ্যা ৩.৭ ভাগ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৮:৩৮ পিএম

কক্সবাজার জেলায় করোনা শনাক্ত হওয়া রোগীর মধ্যে করোনার ২ ডোজ ভ্যাকসিন নেয়া রোগীর সংখ্যা মোট শনাক্তের শতকরা মাত্র ৩.৭ ভাগ। জেলায় করোনা শনাক্ত হওয়া অবশিষ্ট শতকরা ৯৬.৩ ভাগ রোগী করোনার ভ্যাকসিন গ্রহণ করেননি। তবে এই হার চট্টগ্রামের চেয়ে বেশী বলে জানা গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গত ১৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত গত দেড় মাসে করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ভ্যাকসিন দেওয়া ও ভ্যাকসিনবিহীন রোগীর পৃথক পরিসংখ্যান করে এ তথ্য বের করা হয়।

ভ্যাকসিন দেওয়া পরও করোনা শনাক্ত হওয়া শতকরা ৩’৭ ভাগ রোগীর মধ্যে ৮৭% ভাগ পুরুষ এবং ২২% ভাগ মহিলা।

ডা. মোহাম্মদ শাহজাহান নাজির বলেন, কক্সবাজার সহ সারাদেশের পরিসংখ্যান থেকে প্রমাণিত হয়েছে, করোনার ভ্যাকসিন গ্রহণ করা নাগরিকগণ, ভ্যাকসিন গ্রহণ করেননি, এমন নাগরিকদের তুলনায় চলমান মহামারীতে অনেক বেশি সুরক্ষিত ও নিরাপদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ