Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে ৬শ গ্রাম হেরোইনসহ মুক্তি গ্রেপ্তার

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৪:৫৮ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় অর্ধ কোটি টাকার হেরোইনসহ এক তরুণী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এই তরুণী মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার তরুণীর নাম মুক্তি পারভীন (১৯)। সে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মুক্তিকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক কারবারে জড়িত ছিল। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সে হেরোইন সরবরাহ করে আসছিল। মাদকের কারবার করে সে অল্পদিনে প্রচুর অর্থের মালিক হয়েছে। বেশ কিছুদিন যাবৎ সে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে ছিল। এর পর হাতে-নাতে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই তরুণী কয়েক বছর ধরে এই এই মাদক কারবারে জড়িত। মাদকের গডফাদারসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তার রয়েছে সখ্যতা। এ সুযোগে দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করে অল্পদিনে প্রচার ধন-সম্পদের মালিক হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ