Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজ ছাত্রীকে ফাঁদে ফেলে ব্ল্যাক মেইলের অভিযোগে গ্রেফতার ২

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ২:৩২ পিএম

বগুড়ায় এক কলেজ ছাত্রীকে অনলাইন প্রেমের ফাঁদে ফেলে ইমোতে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি স্ক্রিন শট রেখে সেই ছবিকে ব্ল্যাকমেইলিং এর হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগে ২ বখাটেকে গ্রেফতার করেছে র‌্যাব।

এরা হল বগুড়া সদরের কালিবালা উত্তর পাড়ার শেরেকুল প্রামানিকের ছেলে শামীম প্রামানিক সোহান (২৩)ও গাবতলীর মধ্য কাতুলির জাহিদুল প্রামানিকের ছেলে সিরাজুল প্রামানিক (২০)। বৃহষ্পতিবার তাদের গ্রেফতার করে শুক্রবার তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব ।
এর আগে ওই কলেজ ছাত্রীর বাবা (নাম প্রকাশে অনিচ্ছুক ) বগুড়া সদর থানায় অভিযুক্তদের বিরিুদ্ধে সদর থানায় ডিজিটাল এ্যাক্টে মামলা করে।
র‌্যাব -১২ বগুড়া ক্যাম্পের প্রেস রিলিজে জানানো হয় গ্রেফতারের পর আসামিরা নিজেদের দোষ স্বীকার করে জানায় , তারা পরিল্পিতভাবে ওই কলেজ ছাত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে এবং ইমোতে ইমোশনাল মুহুর্তের কিছু ইমোশনাল ছবির স্ক্রিনশর্ট সেভ করে ওই ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩৭ হাজার টাকার গহনা হাতিয়ে নেয় । তাতেও সন্তষ্ট না হয়ে তারা তাকে শারীরীক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দিতে থাকে।

ফলে বাধ্য হয়ে কলেজ ছাত্রী ঘটনাটি তার বাবাকে জানায় এবং তার বাবা র‌্যাব বগুড়া ১২ ক্যাম্পের দ্বারস্থ হলে র‌্যাব সদস্যরা অভিযুক্তদের গ্রেফতার করে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ