Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি এখন শুধুই আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা এখনও না হওয়ায় তৈরি হয়েছে এমন অভূতপূর্ব পরিস্থিতি। আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের সঙ্গে বার্সার ২১ বছরের সম্পর্কে প্রথমবার ঘটেছে এমন ঘটনা। অতীতে প্রতিবারই মেয়াদ শেষের আগে তার চুক্তি নবায়ন করা হয়েছিল।
গতপরশু রাতে অফিসিয়ালি শেষ হয়েছে মেসি ও বার্সার চুক্তির মেয়াদ। তবে এই বিচ্ছেদ সাময়িক নাকি চিরতরে, সে প্রশ্নের উত্তর এখনই জানা যাচ্ছে না। চুক্তি না থাকায় রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি হয়ে গেছেন ফ্রি এজেন্ট। অর্থাৎ তিনি এখন আর কোনো ক্লাবের খেলোয়াড় নন। চাইলেই বিনা ট্রান্সফার ফিতে নতুন কোনো ঠিকানায় পাড়ি জমাতে পারবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তাই বার্সার সমর্থকদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।
বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য মেসিকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তার অন্যতম চাওয়া ছিল মেয়াদ শেষ হওয়ার আগে দলের সেরা খেলোয়াড়ের চুক্তি নবায়ন করা। কিন্তু তা ঘটেনি। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন আশ্বস্ত করতে পারে বার্সা ও মেসির ভক্তদের। তারা জানিয়েছে, ক্লাবের সংশ্লিষ্টরা বিশ্বাস করেন যে, মেসি নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন এবং ন্যু ক্যাম্পে খেলা চালিয়ে যাবেন।
মার্কা আরও জানিয়েছে, আর্থিক কারণে মেয়াদ শেষের আগে মেসির চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। তাছাড়া, নতুন চুক্তির কিছু বিষয়েরও সমাধান করা বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে সভাপতি লাপোর্তা ভক্তদের উৎকণ্ঠিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। নিজের অফিসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কেবল একটি শব্দই ব্যবহার করেছেন- ‘রিল্যাক্স’। বাংলাতে যার অর্থ দাঁড়ায়, শান্ত থাকুন কিংবা নির্ভার থাকুন।
তবে কিছু নতুন সমস্যার উদ্ভব ঘটেছে মেসির চুক্তি শেষ হয়ে যাওয়ায়। তিনি ফ্রি এজেন্ট হওয়ায় ক্লাবের জার্সিতে তার ছবি এখন থেকে ব্যবহার করতে পারবে না বার্সা। তাই ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান নাইকি আসন্ন ২০২১-২২ মৌসুমের জার্সির প্রচারণা করতে পারছে না। অনেক স্পন্সর আবার বেঁকেও বসেছে। মেসির ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে তারা নিজেরা নতুন চুক্তিতে আগ্রহী নয়।
মেসির সঙ্গে তো বটেই, তার বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গেও লাপোর্তার সম্পর্ক অনেক ভালো। তাই খুব শিগগিরই নতুন চুক্তির ব্যাপারে আশাবাদী তিনি। গত মাসে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভাঙ্গারদিয়ার কাছে তিনি বলেছিলেন, ‘আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। সে আশাবাদী। তার থাকতে চাওয়ার আগ্রহ দেখে আমি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, ৩৪ বছর বয়সী বর্তমানে ব্যস্ত আছেন জাতীয় দল আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকাতে। তারা ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে গেছেন আসরের কোয়ার্টার ফাইনালে। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর। চার ম্যাচে তিন গোল প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।



 

Show all comments
  • MT Towhidul Islam ২ জুলাই, ২০২১, ৯:৩৬ এএম says : 0
    Congratulations
    Total Reply(0) Reply
  • Abid Jahin Rafi ২ জুলাই, ২০২১, ৯:৩৭ এএম says : 0
    মেসিকে আমার এলাকার মহল্লার টিমে আনার স্বপ্ন দেখতে দেখতে আমি এখন ঘুমাবো
    Total Reply(0) Reply
  • Md. Abdus Samad ২ জুলাই, ২০২১, ৯:৩৮ এএম says : 0
    মেসি আসলেই খুব ভালো মানের খেলোয়াড়। শৈল্পিক ও নান্দনিক খেলোয়াড়। কিন্তু তাকে সাপোর্ট দেবার তেমন কেউ দলে নেই। মেসির জন্য শুভকামনা ও সমবেদনা। সমর্থকদের জন্য শুভকামনা ও সমবেদনা।
    Total Reply(0) Reply
  • Fardin Ahmed ২ জুলাই, ২০২১, ৯:৩৯ এএম says : 0
    আর্জেন্টিনায় মেসি কে ডিজার্ভ করে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ