Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে চলছে কঠোর লকডাউন

১২৫ জনকে অর্থদন্ড

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৯:৩৯ পিএম

পটুয়াখালীতে লকডাউনের প্রথমদিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত জেলা প্রশাসনের ১৮ জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৮টি মোবাইল টিম বিধি নিষেধ উপেক্ষা করার দায়ে বিভিন্ন স্থানে ১২৫ জনকে ৭৩,৭৮০ টাকা জরিমানা করেছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। সকাল ৬ টা থেকে লকডাউন কার্যকর করেতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

শহরের কাঁচা বাজার ও ফার্মেসী ছাড়া দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপরদিকে যেসব মানুষ মাক্স ছাড়া বাহিরে বের হচ্ছে তাদেরকে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাক্স সরবরাহ করতে দেখা গেছে।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ বলেন, ‘শহরের বিভিন্ন এলাকা গুলোতে পুলিশ সদস্যরা কাজ করছেন। কোথাও যাতে বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বাহিরে বের না হয় সে জন্য সবাইকেই পুলিশের প্রশ্নের মুখে পরতে হচ্ছে। কাজ ছাড়া বাহিরে বের হলে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা এমনকি আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া যেসব এলাকায় জনসমাগম হতে পারে সে সব এলাকায় বাড়তি নজরদারী করা হচ্ছে। আগামী সাত দিন এই ধারাবাহিকতায় পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।’

সকালে জেলার বিভিন্ন স্থানে লকডাউন পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন জেলা শহরে আটটি মোবাইল টিম পরিচালনা করছেন এর সাথে পুলিশ ,সেনাবাহিনী, বিজিবি, আনসার, টিমের সাথে সহযোগিতা করছেন। জেলায় মোট ১৮ জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৮টি মোবাইল টিম লকডাউন কার্যকর করতে সর্বাত্নক কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ